মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। ১১ অক্টোবর সোমবার রাতে পৌরসভার জালালপুর এলাকাস্থ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বাসভবনে গিয়ে তারা সৌজন্য সাক্ষাত পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Shamol Bangla Ads

নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সীমানুর রহমান সুখনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর প্রমুখ।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এম.পি তার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর সকল মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান ও গির্জার উন্নয়নে অনুদান এবং মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার সেরা ১০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণের উদ্দেশ্যে নকলায় অবস্থান কালে তার সাথে নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাত করার সুযোগ সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, তিনি রবিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার সময় সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে রাত ৯টার সময় নকলার বাসভবনে এসে পৌঁছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নালিতাবাড়ী উপজেলা সদরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মীয় পূজা মন্ডপের ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সাড়ে ১১টায় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!