শেরপুরের শ্রীবরদী থানায় দূর্গা পূজা উদযাপনে আইন শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর রবিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। তিনি স্বাগত ও সমাপনী বক্তব্য আইন শৃংখলা ও নিরাপত্তার জন্যে নানা পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হাশেম। থানার সিনিয়র এসআই তাহেরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি আহসানুজ্জামান ফিরোজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ।