বগুড়ার শেরপুরে পূজামণ্ডপের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুরকুটা গ্রামের মৃত বীরজ চন্দ্র মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো ওরফে গুদু (৫০), একই এলাকার মৃত বিমাল চন্দ্র মাহাতোর ছেলে পলাশ চন্দ্র মাহাতো (৪০) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩৬)। ওই ঘটনায় ক্ষিতিশ মাহাতোর ছেলে রুবেল মাহাতো (৩২) গুরুতর আহত হয়েছে।
চুরকুটা পূজামন্ডপ কমিটির সভাপতি রানা মাহাতো জানান, সকাল ৮টার দিকে পূজামন্ডপের বাইরে রাস্তায় লাইটিং এর জন্য কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় ক্ষিতিশ। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসে অন্যরা। এ সময় ঘটনাস্থলেই সবাই মারা যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলেই আছি। মারা গেছেন ৩ জন। এখানে কারও গাফলতি থেকে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।