শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা চান মাহমুদ (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ৬ অক্টোবর বুধবার বেলা ৩টা ৫৫ মিনিটে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স মোড়ের বাসায় তার মৃত্যু হয়। চান মাহমুদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কস্তুরীপাড়া এলাকায়। তাঁর পিতার নাম মৃত আব্দুল বাসেত। তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক। ২০০৯ সনে চান মাহমুদ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারি কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চান মামুদ মারা যান। সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জানাযার নামাজ শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা জানান, চান মাহমুদ কোন রোগে ভুগছিলেন কিনা তা আমার জানা নেই। তবে তাঁর হার্ট এ্যাটাক হতে পারে।