শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ব্ধুবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
সভায় জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, জুয়া ও করোনা সংক্রমণ প্রতিরোধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া পৌরশহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় এবং চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়। ওইসময় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।