‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’, ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ এসব প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নেতৃত্বে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সহকারী কমিশনার ডিএম সাদিক আল সাফিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।