জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় হলেন অভিষিক্ত
বর্ণাঢ্য জীবনে ৫১ বছরে পা রাখলেন শেরপুরের প্রিয় মুখ জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল তার ৫১তম জন্মদিন। অর্থাৎ এদিন তার জন্মের ৫০ বছর পূর্তি হওয়ায় ২৪ সেপ্টেম্বর ৫১ বছরে পা রাখেন তিনি।
এদিকে তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের শ্রদ্ধা-ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন তিনি।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট এডভোকেট হরিদাস সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আলীম তালুকদার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, এ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা,
সমাজসেবক মাছুদুল আলম সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। শুভেচ্ছা বক্তব্যে তারা রফিকুল ইসলাম আধারকে শেরপুরের একজন প্রিয়মুখ, সফল ও সাহসী সংগঠক-সমাজসেবী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি কখনোই মাথানত করেন না। পৌর নির্বাচনে লড়ে সেটিই প্রমাণ করেছেন। সেইসাথে তারা আগামী দিনে তার আরও সমৃদ্ধির পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেন। অন্যদিকে শুভেচ্ছায় অভিষিক্ত করায় রফিকুল ইসলাম আধার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
আলোচনা শেষে বিভিন্ন সংগঠন আর ব্যক্তির তরফ থেকে রফিকুল ইসলাম আধারকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। সবশেষে উপস্থিত সকলকে নিয়ে ৫১তম জন্মদিনের কেক কাটেন রফিকুল ইসলাম আধার। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, আইনজীবী সমিতির সহ-সভাপতি আশরাফুল আলম লিচু, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লাভলু, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, ফজলুল কবীর সুরুজ, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসাইন বাদশা, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মমিন, এ্যাডভোকেট শাহনুর রহমান রুবেল, এ্যাডভোকেট তাজুমুল ইসলাম তাজুল, সমাজসেবক ডা. শরাফত আলী, সুলতান মাহমুদ সুজন, শফিকুল ইসলাম, লুৎফর রহমান, হাবিবুল্লাহ বাহার, জমির উদ্দিন বাচ্চু, আব্দুর রাজ্জাক, শিক্ষক-সাংবাদিক কামরুজ্জামান বাদল, শিক্ষক মাহবুব হাসান রুবেল, প্রকৌশলী নুরনবী রুবেল, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, সোনার বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তাসহ স্থানীয় শতাধিক সাংবাদিক, আইনজীবী, কবি ও সমাজসেবী উপস্থিত ছিলেন।