ads

শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিকলীর হাওরে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১:২০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে গোসল করতে নেমে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামে দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন। নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। নিখোঁজ দুই পর্যটকই পিকআপ চালক। তাদের মধ্যে আলমগীর ঢাকার গেণ্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালান এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান।

Shamol Bangla Ads

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে দুইটি পর্যটক টিম নিকলী আসে। এর মধ্যে একটি টিমে ২৫/২৬ জন এবং অপর টিমে৩০/৩৫ জন পর্যটক ছিলেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় তারা গোসল করতে নামেন। এ সময় আলমগীর ও রনি নামে দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাদের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ দুই পর্যটকের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানিয়েছন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!