বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার মেয়র লিটনের বিদেশযাত্রা, ভারপ্রাপ্ত মেয়র হলেন নজরুল

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২২, ২০২১ ৪:২১ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার তৃতীয় দফায় নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর পৌর পরিষদ ও কর্মচারী সংসদের সাথে এক যৌথ মতবিনিময় সভায় তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। সেইসাথে তার অনুপস্থিতিতে সকল কর্মকাণ্ড সচল রাখতে সকলের দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

এদিকে মেয়র গোলাম কিবরিয়া লিটনের বিদেশযাত্রা উপলক্ষে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন পৌর ১নং ওয়ার্ডের টানা ৫ দফায় নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ২৪ সেপ্টেম্বর থেকেই তার ভারপ্রাপ্ত মেয়রের সময়কাল শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে পৌরসভার সচিব আবু লায়েছ মো. বজলুল করিম ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে জানান, এটি মেয়রের ব্যক্তিগত সফর। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ৩০ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সঙ্গত কারণে ওই মন্ত্রণালয় থেকেই ১নং প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া নজরুল ইসলাম জানান, ব্যক্তিগত সফরে ছুটি নিয়ে বিদেশ যাত্রা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও একাধিক দফায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। কাজেই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পৌরসভার চলমান কর্মকাণ্ড গতিশীল রাখতে অবশ্যই সচেষ্ট থাকব। এজন্য তিনি পৌর পরিষদ, কর্মচারী পরিষদসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত ও সময় দিতে কয়েকবছর যাবত নিয়মিত যুক্তরাষ্ট্র সফর করছেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!