সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিব শতবর্ষ দাবা লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২০, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুর জেলা দাবা লীগ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ওই লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সভাপতি মো. জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুন ফেরদৌস প্রিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, লীগের স্পন্সর প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুউজ্জামান সাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের আইজিপি, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বিপিএম বার দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমুলে দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর জেলায় ওই দাবা লীগের আয়োজন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়ে জেলা দাবা লীগের খেলা চলবে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ‘মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ-২০২১’ নামে প্রথম বিভাগের মর্যাদাপ্রাপ্ত এ জেলা দাবা লীগে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা বা ক্লাব শেরপুর, চকপাঠক দাবা ক্লাব, উদয়ন ক্লাব, লাল-সবুজ ক্লাব, নকলা দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!