দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সব সাফল্যে সরাসরি অবদান রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তাই স্বাভাবিকভাবেই তার ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি। ইতোমধ্যে ক্রিকেট বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেড় কোটি ভক্তের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। ভক্তের এমন ভালোবাসার জন্য নিজেকের ফেসবুক পেজে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নিজের অফিসিয়াল পেজে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাকিব লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমার ভক্তরাই বিশ্বের সেরা। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য, ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।’
সাকিবের ওপরে দুই কোটির বেশি ভক্ত নিয়ে তালিকার সপ্তমস্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান। ভক্তের দিক থেকে এক নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফেসবুকে তার ভক্তসংখ্যা চার কোটি ৮০ লাখ। বর্তমানে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন সাকিব।