ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ

পুরো ক্রিকেটবিশ্বই আজ নজর রেখেছিল দ্য ওভালে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কাল টুইট করে বলেছিলেন, টেস্ট ক্রিকেট কেন সেরা- ওভাল টেস্টই তার প্রমাণ। আজ পঞ্চম দিনে জয়ের পাল্লা ইংল্যান্ডের দিকেই ভারি ছিল। কিন্তু সকালের প্রথম সেশনে শার্দুল ঠাকুর ইংলিশ ওপেনার রোরি বার্নসকে আউট করতেই দৃশ্য বদলে যায়। ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ভারত তুলে নেয় ১৫৭ রানের বিশাল জয়। এই জয় তাদের পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে দিল। ইংল্যান্ড দেখল, ভারতীয় পেস অ্যাটাক কতটা ভয়ংকর হয়ে উঠেছে।

Shamol Bangla Ads

গতকাল রবিবার বিনা উইকেটে ৭৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। সোমাবার সকালে ওপেনিং জুটি ভাঙে ঠিক ১০০ রানে। ৫০ রান করে ফিরেন রোরি বার্নস। অপর ওপেনার হাসিব হামিদ ১৯৩ বলে ৬৩ রান করেন। কিন্তু আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। পরবর্তীতো কোনো জুটিও হয়নি। ডেভিড মালান করেন ৫ রান। চারে নেমে অধিনায়ক জো রুট আজ কোনো ম্যাজিক্যাল ইনিংস উপহার দিতে পারেননি। ৭৮ বলে ৩৬ রান করে আউট হয়ে গেছেন।

ইংল্যান্ডের দলীয় ১৮২ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে জো রুটকে আউট করেই যেন আনন্দে মেতে ওঠে ভারতীয় শিবির। এছাড়া ওলি পোপ ২, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ০, ক্রিস ওকস ১৮ রানে আউট হয়ে যান। বল হাতে ভারতের প্রায় সবাই ভালো করেছেন। ৩ উইকেট নিয়ে ইংলিশদের লেজটা ছেঁটে দিয়েছেন উমেশ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং শার্দুল ঠাকুর আর স্পিনার রবীন্দ্র জাদেজা। ২১০ রানেই প্যাকেট হয়ে গেছে ইংল্যান্ড। ভারত পেয়েছে ১৫৭ রানের বিশাল জয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!