বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার, তাঁবেদার সরকার, পুতুল সরকারে পরিণত হয়েছে। আর পুলিশ হয়েছে দেশের রাজা। এখানে রাজনৈতিক নেতাদের কোনো সম্মান নেই। জনগণের পিঠ তাই দেয়ালে ঠেকে গেছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরিপুরে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি আরও বলেন, ‘সঙ্কট এখন শুধু বিএনপিতে নয়, গোটা দেশে। সমস্ত জাতি এখন সঙ্কটে। করোনার কারণে অনেক মানুষ বেকার হয়েছে, দেশে কাজের অভাব দেখা দিয়েছে। সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল, কিন্তু চালের দাম আজ ৫০ টাকা কেজি। চাষীরা তাদের উৎপাদিত পণ্যের দাম পায় না। সারের দাম বৃদ্ধি পাচ্ছে সে দিকে সরকারের নজর নেই। প্রধানমন্ত্রী দুই বছর ধরে গণভবন থেকে বেয় হন না। তারা ঘরে বসেই নিদের্শনা দিচ্ছেন। আর আমাদের কেউ ঘর থেকে বের হতে দেওয়া হয় না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘জীবনে শুনিনি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে চুরি-দুর্নীতি হয়। এখন হচ্ছে কারণ আওয়ামী লীগ চোরদের সেখানে নিয়োগ দিয়েছে।’ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ২০ টকার মাস্ক কেনা হচ্ছে ৭০০ টাকায়। এ অবস্থায় দলের নেতাকর্মীদের অভ্যন্তরীন কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুব রহমানসহ, জেলা ও উপজেলার নেতাকর্মীরা।