সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সিটিতে ওয়ার্ড পর্যায়ে গণটিকার মর্ডানা ২য় ডোজ প্রদান শুরু ৭ সেপ্টেম্বর

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সেপ্টেম্বর ৬, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখে ওয়ার্ড পর্যায়ে ২য় ডোজের মর্ডানা টিকা প্রদান করা হবে। গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ের গণটিকা কার্যক্রমে যারা মর্ডানা টিকার ১ম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে ২য় ডোজের টিকা নিতে পারবেন। প্রত্যেক টিকা প্রহিতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা প্রহণ করতে হবে। এক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।
এবারও ৩৩ টি ওয়ার্ডের পূর্বের ৩৩ টি কের্ন্দের ৬৬ টি বুথে টিকা প্রদান করা হবে। ৬৬জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিগণ টিকা কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। এ কাজের সফলতায় সকলের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

করোনা প্রতিরোধে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ওয়ার্ড পর্যায়ে গণটিকার ২য় ডোজের মর্ডানা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল অনলাইন প্ল্যাটফরমে আয়োজিত এক সভায় এ আহবান করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা আছেন তাদের অনেকে ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। আমাদের সর্বত্মক চেষ্টা চালাতে হবে যেন কেউ ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হন।

মেয়র টিটু আরো বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো নগরবাসীকে ভালো রাখা। তাই মাইকিং, মসজিদে প্রচার, ক্যাবল চ্যানেল সহ সম্ভাব্য সকল মাধ্যমে আমাদের প্রচার করতে হবে যাতে গতমাসে ওয়ার্ডে যারা টিকা নিয়েছেন তাদের সকলের কাছে পৌঁছানো যায়।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র এবং কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মমর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহামান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মমর্তা দীপক মজুমদার, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!