কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবারের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে বিবিসি মৃতের সঠিক সংখ্যা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমেও বলা হচ্ছে, কাবুলে গত বৃহস্পতিবারের বোমা হামলায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মৃতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। এ ছাড়া মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর ১৩ সদস্য, দুজন ব্রিটিশ নাগরিক এবং আরেকজন ব্রিটিশ নাগরিকের শিশু মারা গেছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার স্বীকার করেছে।