ads

শুক্রবার , ১৯ মার্চ ২০২১ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং নারী দলের নেতৃত্বে শেরপুরের জ্যোতি

জুবাইদুল ইসলাম
মার্চ ১৯, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ মার্চ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্কোয়াড ঘোষণা করা হয়। ঘোষিত ২২ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ক্রিকেটার শেরপুরের কৃতি সন্তান নিগার সুলতানা জ্যোতি।

Shamol Bangla Ads

ঘোষিত দলে সালমা-জাহানারা-রুমানারা সবাই আছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যোগ করা হয়েছে গুটিকয়েক উঠতি ক্রিকেটার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভালো করার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা, দিশা, রাবেয়া, ঝিলিকের মতো নবীনরা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ মার্চ (রবিবার) বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ওই দিনই সিলেট পৌঁছে করোনা পরীক্ষা দেবে সফরে থাকা পুরো দল।
সিরিজে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ এপ্রিল (রবিবার)। তার আগে তিনদিনের কোয়ারেন্টাইন পালন শেষে তিনদিন অনুশীলন করার সুযোগ পাবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে- ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি ইমার্জিং দলের নেতৃত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শেরপুরবাসী। তারা জ্যোতিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ ইমার্জিং নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিন ছন্দা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!