স্বাধীনতা
শেখ আক্তারউজ্জামান দরগাহপুরী
…………………………………………
স্বাধীনতা, ওগো স্বাধীনতা
ও আমার প্রিয় স্বাধীনতা।
সব হারানোর বিনিময়ে,
তোমাকে আমি পেয়ে,
জীবনে এসেছে স্বার্থকতা।
ও আমার প্রিয় স্বাধীনতা।।
বলি মুখে হাত রেখে বুকে,
রাখবো ধরে তোমাকে।
তুমি যে জাতির স্বপ্ন,
লক্ষ্য মানিক দিয়ে,
তোমাকে করেছি বরণ।
তাই তোমাকে,হারাবার আগে,
আমাকে দিয়ো ঢেকে,
দিয়ে তোমার পতাকা।
ও আমার স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা।।
কোনো শক্তির কাছে,
মাথা নতো করবো না,
কারও হুঙ্কারে,ভয়ে সরে,
দূরে থাকবো না।
আঘাত এলে,প্রতিরোধ তুলে,
রাখবো ধরে, তোমার সফলতা।
ও আমার স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা।।
ক্ষেতে খামারে,ফসলের আগমনে।
কলকারখানায় করে উন্নতি,
বাড়াবো উৎপাদনে।
অফিস আদালতে সততার গুণে,
ঠেকাবো দেশের ব্যর্থতা।
ও আমার স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা
