ads

শুক্রবার , ১২ মার্চ ২০২১ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফেসবুকে ছবি দেখে ৮ মাস পর বাবাকে খুঁজে পেলো ছেলে

জুবাইদুল ইসলাম
মার্চ ১২, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

শেরপুরে ফেসবুকে ছবি দেখে প্রায় ৮ মাস পর এক বাকপ্রতিবন্ধী বাবাকে খুঁজে পেয়েছে ছেলে। ১১ মার্চ বৃহস্পতিবার রাতে ওই বাকপ্রতিবন্ধী পিতাকে ছেলের কাছে হস্তান্তর করেছে সদর থানা পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় আট মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা বাকপ্রতিবন্ধী শুক্কুর আলী (৫২)। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। হঠাৎ ১১ মার্চ বৃহস্পতিবার সকালে শেরপুরের একটি ফেসবুক পেইজে শুক্কুর আলীর ছবি দেখে তাকে শনাক্ত করেন তার ছেলে সাকিব (১৮)। পরে রাতে শেরপুর সদর থানা থেকে বাকপ্রতিবন্ধী শুক্কুর আলীকে তার ছেলে সাকিবের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্কুর আলী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাহাদীপুর এলাকার মৃত ময়েজ মন্ডলের সন্তান।
ওই বাকপ্রতিবন্ধী শুক্কুর আলীর ছেলে সাকিব বলেন, গত বছরের আগস্ট মাসে বাবা হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা তাকে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলাম। কারণ উনি বাকপ্রতিবন্ধী। দীর্ঘ আট মাস পর হঠাৎ করে শেরপুর জেলার একটি ফেসবুক পেইজে বাবার ছবি দেখতে পাই। পরে শেরপুর সদর থানার ওসি মামুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- বাবা বর্তমানে থানা হেফাজতে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা শেরপুর সদর থানায় এসে বাবাকে পাই।

তিনি আরও বলেন, এত মাস পর বাবাকে ফিরে পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি। আনন্দে চোখে পানি এসে গিয়েছিল। শেরপুর সদর থানার ওসি মামুন ভাই ও স্থানীয় ফেসবুক পেইজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ বিষয়ে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার ভোরে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। সমস্যা হলো তিনি কথা বলতে পারেন না। তার ইশারা কিছুই বুঝা যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও কিছুই বুঝতে পারিনি। এরপর রুবেল নামে এক যুবক তার ছবি শেরপুরের কয়েকটি ফেসবুক পেইজে পোস্ট করেন। সেই পোস্ট দেখে বিকেলে তার আত্মীয়-স্বজন আমাকে ফোন করে পরিচয় নিশ্চিত করে। পরে তারা রাতে থানায় হাজির হলে তাকে তার আত্মীয়-স্বজন ও ছেলে সাকিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওইসময় শুক্কুর আলীর কাছে থাকা নগদ ৮ হাজার ৭৫০ টাকাও তার ছেলে সাকিবের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!