শেরপুরে পুলিশ কোর্ট পরিদর্শন করেছেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ কোর্ট পরিদর্শনে যান তিনি। ওইসময় তিনি কোর্ট পুলিশের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি কোর্ট মালখানায় থাকা দীর্ঘদিনের পুরাতন মামলার জব্দকৃত আলামত যথাযথভাবে সংরক্ষণসহ অন্যান্য বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ শহীদুল হকসহ কোর্টে কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
