জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্ষীয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অন্ষ্ঠুানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষার গান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে নকলা শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ।
