স্টাফ রিপোর্টার : শেরপুরে নির্মানাধীন একটি ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের বাগরাকসা মহল্লায় এ ঘটনা ঘটে। শিশু আবির স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী একাবর মিয়ার ছেলে ও মাদ্রাসাপড়ুয়া ছাত্র ছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আবির সকলের অগোচরে নির্মাণাধীন ওই ভবনের চারতলা খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচের পাকা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পড়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা যায়।
এদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযোগ করেন, নিয়ম না মেনে ভবন তৈরী করার সময় সতর্ক না থাকার কারণেই এমন ঘটনা ঘটছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
