স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সদস্য এমএ হাকাম হীরা, এডভোকেট সুব্রত দে ভানু প্রমুখ।
সভায় সাধারণ সদস্যদের কণ্ঠভোটে প্রেসক্লাবের বর্তমান সভাপতি শরিফুর রহমানকে পুনরায় সভাপতি, জিএম আজফার বাবুলকে পুনরায় সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্তকে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। এজন্য শরিফুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন জিএম আজফার বাবুল, এমএ হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, সুব্রত কুমার দে ভানু, সাবিহা জামান শাপলা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত। পরবর্তীতে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা মিলে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
