স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি রবিবার সকালে জুম ভিডিও কনফারেন্সিংয়ে আয়োজিত ওই সভায় যুক্ত ছিলেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক চাঁন।

সভার সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুম হতে সংযুক্ত হন। এতে পুলিশ হাসান নাহিদ চৌধুরীসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
