স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩শ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদের সহায়তা অন্যান্য মেয়াদের চেয়ে বাড়ানো হয়েছে। তাই দু’টি প্রতিষ্ঠানের তরফ থেকেই চলতি মৌসুমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

জেলা রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামালের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, পৌর মেয়র মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান, বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া প্রমুখ। জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, নির্বাহী সদস্য নুর-ই-আলম চঞ্চল, যুবলীগ নেতা আব্দুল মতিন, ওয়াসিম আক্রাম, প্রিজম একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের যুবপ্রধান ইউসুফ আলী রবিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ পাপ্পু, সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
