ads

শুক্রবার , ১ জানুয়ারি ২০২১ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের নবীনগর মহল্লায় রোয়া বিলের জমিতে নবীনগর মেলা উদযাপন কমিটির উদ্যোগে ওই পৌষ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার, মুড়কি-মুড়ি, মোওয়া, নিমকি, গজা, কলাই, বাদাম কটকটি, তিলের খাজা এবং প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা ও নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন পণ্যের পসরা বসে। শেরপুর টাউনসহ এর আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। তবে করোনা মহামারীর সময়েও অধিকাংশের মুখেই ছিল না মাস্ক।

Shamol Bangla Ads

ওই পৌষ মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি বা কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটি’র পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে মেলাকে ঘিরে শেরপুর টাউনের নবীনগরসহ আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীনগরের এ পৌষ মেলা কত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তা নির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও আয়োজক কমিটির সদস্য শেখ মমতাজ উদ্দিন জানান, প্রায় দুইশত বছর ধরে এই পৌষ মেলা এখানে হয়ে আসছে। তাই বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর ওই মেলার আয়োজন করা হচ্ছে। দিনে দিনে এ মেলার আয়তন ও লোক সমাগম বাড়ছে বলেও আয়োজকরা দাবি করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!