স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় আদিবাসী কোচ সম্প্রদায়ের হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কোচ পাড়ার শতাধিক হতদরিদ্রের মাঝে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘সবার জন্য আমরা’ এবং ফেইসবুক গ্রুপ ‘দ্যা ব্যাক বেঞ্চারস ওই কম্বল বিতরণ করে।

ওইসময় কোচ নেতা যুগল কোচের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক মজিদ, মহিউদ্দিন সোহেল, শিক্ষার্থীদের পক্ষে নূর মোহাম্মদ, মিরাজ আহাম্মেদ প্রমুখ। গারো পাহাড়ের তীব্র শীতের মধ্যে ওইসব কম্বল পেয়ে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোচরা।
