স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার শহরের রঘুনাথবাজার এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

সংগঠনের জেলা শাখার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ও সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপম।
ওইসময় অন্যান্যের মধ্যে শহর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত ৩ শতাধিক দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।
