স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৭টায় শহরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ। এরপর বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, উইমেন্স চেম্বার অব কমার্স, মহিলা পরিষদ, রেড ক্রিসেন্ট, রোটারী ক্লাব, শ্যামলবাংলা২৪ডটকম, সাপ্তাহিক দশকাহনীয়া, শ্যামলীনিউজ২৪ডটকম, সাপ্তাহিক শ্যামলী শেরপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

পরে সকাল ৮টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সকাল ১০টায় বিজয় দিবস উদযাপন সম্পর্কিত ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়নি।
