স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৬টায় শেরপুর শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিজয় দিবসের এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী। পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে শহর যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, থানা যুব মহিলা লীগ নেত্রী লাভলী আক্তারসহ জেলা উপজেলা ও শহর শাখার যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ৯টায় বটতলাস্থ যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।

পরে কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান প্রয়াত ও জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন থানা শহর যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, যুব মহিলা লীগের নেত্রী লাভলী আক্তার, বিভা, মুক্তি প্রমুখ। শেরপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মহান বিজয় দিবসে যুব মহিলা লীগের সকল নেতাকর্মীদের প্রতি বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানান। সেই সাথে যুব মহিলা লীগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
