জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়রম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলাা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, সহসভাপতি চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলছুম রেনু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য খন্দকার রবিউল করিম মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, জাতীয় শ্রমিকলীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ। এসময় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
