স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য ছানুয়ার হোসেন, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিন প্রমুখ। এতে জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য, আজীবন সদস্য, জেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জেলা যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)