তৃণমূলের ভোটে মিথ্যাচারের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের আখেরমামুদ বাজার এলাকায় আয়োজিত ওই জনসভায় এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে শেরপুর পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে তৃণমূলের ভোট করা হয়েছে। আর আগের দিনই সেই নির্বাচনকে লিখিতভাবে তিনিসহ ২ প্রার্থী প্রত্যাখান ও বয়কট এবং তাকে সমর্থনকারী নেতারা ভোটদান থেকে বিরত থাকা সত্ত্বেও নির্বাচনের ফলাফল শীটে তাকেসহ ২ প্রার্থীর নামের বিপরীতে শূন্য ভোট দেখানো হয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মিথ্যাচারের একটি সীমা থাকা উচিত। এক্ষেত্রে সেই সীমাও লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়ার শেষ চেষ্টা করা হবে। তারপরও ব্যর্থ হলে বৃহৎ উত্তর-পশ্চিমাঞ্চলের লোকজনসহ পৌর এলাকার অবহেলিত ও বৈষম্যের শিকার নাগরিকদের নিয়ে ঘুরে দাঁড়াতেও প্রস্তুত রয়েছি।
এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোশারফুল ইসলাম মাস্টার, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডাঃ শরাফত আলী, আলহাজ্ব আব্দুল আওয়াল দুদু, বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন সরকার, মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোখলেসুর রহমান, হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মোঃ আব্দুল্লাহ, আলহাজ্ব হাসানুজ্জামান, কাকন মিয়া, হানিফ উদ্দিন, শফিকুল ইসলাম, লুৎফর রহমান, হাবিবুল্লাহ বাহার, জুলহাস উদ্দিন, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু ও মিজানুর রহমান মুক্তা, রফিক মুন্সী, বাকী বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এসআরডি আলম।