জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় মাইক্রোবাসের চাপায় এক বাইসাইকেল চালক নিহত ও এক পথচারী আহত হয়েছেন। ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলার পাইসকা এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক তাজমুল (১৫) উপজেলার শালখা গ্রামের মৃত আবুল কালামের পুত্র এবং আহত পথচারী রিফাত হোসেন (১৪) উপজেলার পাইসকা গ্রামের রিপন মিয়ার পুত্র।
পুলিশ জানায়, ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-২৩২৩) ঢাকা-শেরপুর মহাসড়কে শেরপুরের নকলা উপজেলার পাইসকা নামক স্থানে একটি বাইসাইকেলকে চাপা দিলে বাইসাইকেলের চালক তাজমুল ও পথচারী রিফাত হোসেন গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে প্রথমে নকলা হাসপাতালে ও পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর তাজমুল মারা যায়। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে।