স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা যুব মহিলা লীগের আয়োজনে শহরের ডিসি গেইট সামনে প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা যুবলীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শহর মহিলা যুবলীগের সভাপতি মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, বৃষ্টি আক্তার, লক্ষ্মী রাণী সাহা, মাহমুদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ভাস্কর্য মানে মূর্তি নয়। একশ্রেণির ধর্মান্ধ প্রকৃত ঘটনাকে আড়াল করে ধর্মের ব্যবসায় নেমেছে। যার মদদদাতা বিএনপি-জামায়াত। ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের সস্তা সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা চালাচ্ছে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। এ ধরনের উক্তিকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের জোর দাবি জানান।