স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর মঙ্গলবার শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শহরের পুরাতন গরুহাটি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
সংগঠনের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি। পরে শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে উন্নতমানের শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হুই আতিউর রহমান আতিক এমপি’র জন্মদিবস হওয়ায় একইসাথে বর্ণিল কেক কাটা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।