সাংবাদিক, মানবাধিকার কর্মী এইচবি ইতিকে নিয়ে রচিত মোঃ রাবিউল ইসলাম’র পদ্য ‘কর্মজীবী নারী’।
কর্মজীবী নারী
মোঃ রাবিউল ইসলাম
…………………………………….
নিরাপদে পথ চলতে
চালান নিজেই গাড়ি,
ছোটোবড়ো সব শহরেই
কর্মজীবী নারী।
সকাল-সন্ধ্যা অফিস করতে
ধাক্কাধাক্কি করে,
নারীপুরুষ ছুটে চলেন
ঘড়ির কাঁটা ধরে।
লাঞ্ছিত হয় কত নারী
লোকাল বাসে ওঠে,
চাপাচাপি হয় তবুও
অটোরিকশায় ছুটে।
পথটাকে তাই নিজের মত
সহজ করতে অতি,
কেউবা ধরেন স্টিয়ারিং
রাখতে গাড়ির গতি।
কেউবা চালান মোটরবাইক
মাথা উঁচু করে,
নিরাপদে সম্মান নিয়ে
ফিরে যেতে ঘরে।
ডাক্তার আপায় চালান গাড়ি
গতির মিটার মেপে,
ইতি আপা শহর ঘুরেন
মোটরবাইক চেপে।
কর্ম দেখে ভাবছি বসে
আমি রাবিউল,
সিদ্ধান্ত যে সঠিক তাঁদের
নয়তো কিছুই ভুল!
সুস্থ থাকুক সবার দেহ
পবিত্র থাক মন,
নিরাপদ হোক কর্মজীবন
ভালো কাটুক ক্ষণ।