স্টাফ রিপোর্টার ॥ জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। ৩০ নভেম্বর সোমবার বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকা থেকে জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। মিছিলে জঙ্গিবাদ, মৌলবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে শ্লোগান দেন যুবলীগ নেতা-কর্মীরা।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম সম্রাট। ওইসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে, তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। জঙ্গিবাদ, মৌলবাদসহ ওইসব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলে যুবলীগ নেতা আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, তানভীর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান শাহীন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, ইউসুফ আলী রবিন, পনির, মোস্তফা সরকার, দ্বীপ, চঞ্চলসহ যুবলীগের অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।