স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় নির্মাণের ১৩ মাসেই ভেঙে যাওয়া বক্স কালভার্টটি পরিদর্শন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ওই কালভার্টটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, ভেঙ্গে যাওয়া বক্স কালভাটটি পরিদর্শন করা হয়েছে। ৭ কর্ম দিবসের মধ্যেই জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ অর্থ বছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি৩) এর আওতায় ধানশাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাঝাপাড়া আব্দুল হামিদের বাড়ীর সম্মুখে খালের ওপর ২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ধানশাইলের শাহজাহান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই কাজটি করে। কাজ শেষে ২০১৯ সালের ৩০ মে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়। বক্স কালভার্টের ওপর দিয়ে জনগণ চলাচল শুরু করার ১৩ মাস পরে চলতি বছরের জুন মাসের বন্যায় বক্স কালভার্টটি ধসে পড়ে। এটি নির্মাণের পর থেকে এলাকাবাসীরা নিম্নমানের কাজ করার অভিযোগ তোলেন।