স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক ভিডিও, বই প্রকাশ এবং কেন্দ্রীয়ভাবে সকল বীর মুক্তিযোদ্ধার কবর পাকাকরণের উদ্যোগের বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ২৫ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, স্বাধীনতা যুদ্ধের প্রায় অর্ধশতাব্দী পেরোতে চলেছে। সময়ের সাথে সাথে বার্ধক্য গ্রাস করছে স্বাধীনতাযুদ্ধ বীর সেনানী বীর মুক্তিযোদ্ধাদের। তাদের ত্যাগ, কর্ম, স্মৃতিতে অমলিন করে রাখতে জেলা প্রশাসন, শেরপুর কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ করেছে। খুব শীঘ্রই গজনী অবকাশ কেন্দ্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক ভিডিও এবং বই প্রকাশ করতে যাচ্ছে জেলা প্রশাসন শেরপুর। এছাড়াও কেন্দ্রীয়ভাবে সকল বীর মুক্তিযোদ্ধার কবর পাকাকরণের উদ্যোগ নেয়া হয়েছে।