স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার উদ্যোগে নবপ্রতিষ্ঠিত জাদুঘর পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ২৫ নভেম্বর বুধবার দুপুরে শহরের পুরাতন পৌর কার্যালয় চারু ভবনে ওই জাদুঘর পরিদর্শন করেন তিনি। ওইসময় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন তাকে স্বাগত জানান এবং জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান।
পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, জহির রায়হান ও তানভীর আহম্মেদ পাপ্পু, সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ আকিব, উপ-আইন সম্পাদক মোঃ সোবাহান আলী, সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ, হাসিবুল ইসলাম শান্ত, রাকিবুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিশেষ বরাদ্দ থেকে নালিতাবাড়ী উপজেলায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা ও নকলায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে আরও একটি রাস্তার দরপত্রের লটারী আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।