স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ডধারীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারেরচর বাজারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অর্থ বিতরণ করেন। এদিন ইউনিয়নে বয়স্ক কার্ডধারী ৬৪ জনের মধ্যে প্রতি জনকে ৬ হাজার বিধবা কার্ডধারী ৫২ জনের মধ্যে ৬ হাজার এবং প্রতিবন্ধী কার্ডধারী ৩৪ জনের মধ্যে প্রতি জনকে ৯ হাজার ও ৪ জনকে ১ হাজার ৫শত টাকা করে বিতরণ করা হয়।
অর্থ বিতরণকালে কামারেরচর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ, অফিসার আজিজুল হক, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার নাহিদা সুলতানা, কামারেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, মিষ্টি খাতুন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, এরশাদ আলী, মুক্তা মিয়া, দুলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।