স্টাফ রিপোর্টার ॥ ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় শেরপুরে জেলা কৃষক লীগের উদ্যোগে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ গেইট থেকে ওই র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের নেতৃত্বে সেখানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ওইসময় ধান-চাল ক্রয় কমিটিতে জেলা-উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
ওইসময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আল সিদ্দিকী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।