স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় এক মুক্তিযোদ্ধার ওপর হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে মুক্তিযোদ্ধাসহ ৩ জন। আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে ২২ নভেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার সিংগাবরনা ইউনিয়নের সিংগাবরণা গ্রামের তিনরাস্তা মোড়ে।
আহত মুক্তিযোদ্ধা আহমদ আলী জানান, তার ছেলে নাজমূলের মনোহরি দোকান থেকে প্রতিবেশী সেলিম মিয়া খেলার জন্য বাকিতে একটি বল নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় সে তার দোকানে গেলে নাজমূলের স্ত্রী ফাতেমা বেগম তার কাছ থেকে বাকি টাকা চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বাড়ির হালিম, হাবিল, ইদ্রিস, রেজাউল, মামুন, মোস্তাইন, সাইফুল ও হেদাসহ ১০/১২জন লাঠিসোঠা নিয়ে তার দোকানে হামলা করে। ওই সময় নাজমূলের বাবা মুক্তিযোদ্ধা আহমদ আলী বাঁধা দিতে গেলে তার ওপর হামলা ও দোকান ভাঙচুর করে। এতে আহত হন মুক্তিযোদ্ধা আহমদ আলী, মোবারক ও ফাতেমা বেগম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় ওই দোকানের অর্থ ও দোকানের মালামাল লুটপাটের অভিযোগও তুলেন দোকান মালিক নাজমূল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আজিজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সাবেক উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম।