স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার শহরের আরও কয়েকটি এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। নিয়মিত ওই কর্মসূচির আওতায় তিনি ২৩ নভেম্বর সোমবার সকালে শহরের পুরাতন গরুহাটি, গৃর্দানারায়ণপুর, নাগপাড়া, রাজবল্লভপুর, নবীনগর, অষ্টমীতলা ও চকপাঠক এলাকায় মানুষের দোড়গোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, নাজমুল হুদা আকন্দ, ব্যবসায়ী আনোয়ার শাহাদাত জামান, শিক্ষক মাহবুব হাসান রুবেল, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, বাকী বিল্লাহ, মনিহার হোসেন, মইনুল হোসেন প্লাবন, রাকিবুল ইসলাম, রাকিব, জিহাদ, জাহিদসহ অর্ধশতাধিক সমর্থক অংশ নেন।