ads

শনিবার , ২১ নভেম্বর ২০২০ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাভাবিক জীবনে ফিরতে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০২০ ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে আত্মসমর্পণ করেছে কামাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী। ২১ নভেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীসহ অন্যান্যদের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তিনি। কামাল স্থানীয় গণই মমিনাকান্দা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা ২ কন্যা সন্তানের জনক কামাল হোসেন তার শ্বশুরালয় চৈতনখিলা গ্রামে বসবাসের এক পর্যায়ে ভাঙ্গারী ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। ওইসময় সে গাঁজাসহ বিভিন্ন মাদকের বড় বড় চালান এবং আন্তঃজেলা মাদক পাচারের মাধ্যমে হয়ে উঠে মাদক সম্রাট। পরবর্তীতে সদর উপজেলার গাজীরখামার বাজার এলাকায় ভাঙ্গারী গোডাউন থেকে বিপুল পরিমান গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় কামাল। পরবর্তীতেও মাদক ব্যবসা চালিয়ে গেলে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হয়। কামাল সম্প্রতি মাদক মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সাথে দেখা করে সুস্থ ও স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার আকুতি জানান। তার এমন কথা ও অঙ্গীকারকে স্বাগত জানান ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। পরে শনিবার দুপুরে কামাল হোসেন তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আত্মসমর্পণ করেন।

Shamol Bangla Ads

কামাল হোসেন স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী বলেন, কামাল হোসেন মাদক ব্যবসা পরিহার করে আজ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে অঙ্গীকার করছেন। কামাল হোসেনের আত্মউপলব্ধির জন্য আমিসহ সকলেই আমরা তাকে সাধুবাদ জানাই। সেই সাথে পাকুড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গড়ে উঠুক মাদকমুক্ত সমাজ। ওইসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সদর থানার পাকুড়িয়া ইউনিয়নের বিট অফিসার এসআই আনোয়ার হোসেন।
ওইসময় নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম সাইদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, ইউনিয়ন পরিষদ সচিব নূরে আলম সিদ্দিকী, সদস্য মতি মিয়া, মোঃ হারুন অর রশিদ, আত্মসমর্পণকারী কামাল হোসেনের স্ত্রী ইয়াসমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!