স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ২০ নভেম্বর শুক্রবার সকালে শহরের দক্ষিণ নওহাটা, তাতালপুর, মণকান্দা, দিঘারপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ওইসময় তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলাম, বাবুল হোসেন, আক্কাছ আলী, আনছার আলী, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ সুজন, এডভোকেট আশরাফুজ্জামান, মিজানুর রহমান মুক্তা, কাকন মিয়া, রেজাউল করিম মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।