স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে নেশার টাকা না পেয়ে মা মনি জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে হামলার ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরশহরের জবেদ আলী মার্কেটের সাহেব আলীর মা মনি জুয়েলার্স দোকানে ওই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে সাহেব আলীর ছেলে সেলিম মিয়া ওরফে উজ্জল। ওই সময় ভাংচুর করে প্রায় তিন লাখ টাকার স্বর্ণের অলংকারসহ মালামাল লুট করেছে বলে ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন স্বর্ণের দোকান মালিক সাহেব আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরশহরের খামারিয়াপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে কুরবান আলী (৪৫) জবেদ আলী মার্কেটের সাহেব আলীর মা মনি জুয়েলার্স দোকানে যায়। এ সময় উজ্জলের কাছ থেকে এক হাজার টাকা ধার চায়। ওই টাকা না দেয়ায় ধারালো অস্ত্র নিয়ে কুরবান আলী তার ওপর হামলা করে। এ সময় দোকানের গ্লাস ভাংচুর করে স্বর্ণের অলংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত ডাক্তার জানান, উজ্জলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। তার চিকিৎসা চলছে।
সাহেব আলী বলেন, নেশার টাকা না দেয়ায় দোকানে হামলা চালিয়ে আমার ছেলেকে গুরুতর আহত করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই। এ সংবাদ পেয়ে ঘটনার পরই এসআই কামরুল ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।