স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে যোগ্যতা ও বৃহৎ এলাকার মানুষের আশা-আকাঙ্খার বাস্তবায়নে দলের পরিচ্ছন্ন, ত্যাগী ও সাহসী নেতা, বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম আধারের বিকল্প নেই। আপনারা সকলেই তার পাশে থাকবেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব। স্থানীয় সমাজসেবক আব্দুল করিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, সাবেক মৎস্য কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, ইউপি সচিব বিল্লাল হোসাইন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান,
বিশিষ্ট সমাজসেবক মাছুদুল আলম সরকার, ব্যবসায়ী নেতা হানিফ উদ্দিন, শফিকুল ইসলাম, লুৎফর রহমান, হাবিবুল্লাহ বাহার, যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম, আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআরডি আলম। জনসভায় বিভিন্ন এলাকা থেকে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সমর্থনে যাওয়া খণ্ড খণ্ড মিছিল জড়ো হয়। ওইসময় বিভিন্ন বক্তা অবহেলিত এলাকার উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে তারা দু’হাত তুলে মনোনয়নপ্রত্যাশী আধারকে আশ্বস্ত করেন।
এদিকে একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এডভোকেট রফিকুল ইসলাম আধার তার সমর্থকদের নিয়ে শহরের ৭নং ওয়ার্ডের উত্তর গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও মধ্য গৌরীপুর এলাকায় গণসংযোগ করে ভোটারদের হাতে তার প্রচারণা লিফলেট তুলে দেন।
এছাড়া একইভাবে ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এডভোকেট রফিকুল ইসলাম আধার স্থানীয় ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মনুসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের ৯ নং ওয়ার্ডের নওহাটা, উত্তর নওহাটা, তাতালপুর, দক্ষিণ নওহাটাসহ শীতলপুর ও ঢাকলহাটি মোড়, শেখহাটি বাজার হয়ে নারায়ণপুর সড়কে গণসংযোগ করেন। ওইসময় তিনি ব্যবসায়ীসহ যাতায়াতকারীদের মাঝে তার প্রচারণা লিফলেট তুলে দিয়ে সকলের সমর্থন কামনা করেন।