স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন শেরপুর জেলার সন্তান প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন ও মহিউদ্দিন রানা। যুবলীগের ঘোষিত কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে তাদের। এদিকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদে মনোনীত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তারা।
জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানী গ্রামের বাসিন্দা ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান চাঁনের দ্বিতীয় সন্তান প্রকৌশলী আব্দুল্লাহ আল-আমিন। মেধাবী ছাত্রলীগ নেতা আল আমিন বিএনপি-জামায়াতের দুঃসময়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে সংগঠিত করেছেন এবং ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি-জামায়াত কর্তৃক একাধিক মামলা- শিকার হয়েছেন এবং ১/১১ এর দুঃসময়ে নেত্রী মুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আর মহিউদ্দিন রানা নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার মহল্লার কর্মকারপট্টি রোডের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও শহর আওয়ামী লীগের সদস্য চান মিয়ার ছেলে। এর আগে রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ উল্লাহ হল ছাত্রলীগের পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স কোর্স সম্পন্ন করেন।