স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আতাব আলী (৪২) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১৫ নভেম্বর রবিবার সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর, বিএনপি বাজার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাব আলী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগে আতাব আলীর বিরুদ্ধে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় বিজ্ঞ আদালত আতাব আলীর বিরুদ্ধে ১০ বছরের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক থাকে। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের দিক নির্দেশনায় এসআই মোঃ ছাইদুল ইসলাম খান ও এএসআই ছিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী আতাব আলীকে গ্রেফতার করে।